হাসিনা কীভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করেছে ? Pinaki Bhattacharya || The Untold

কতো জায়গায় যে হাসিনা আকাম করে রাখছে তার কোন ইয়ত্তা নাই। সবার মুখ বন্ধ রাইখ্যা হাসিনা যাচ্ছেতাই কইর‍্যা গেছে দেশ নিয়া। কেউ কিছু কইতে পারেনা। এই আমরা কয়জন যারা দেশে থাকিনা তারাই কিছু কিছু কইতে পারি। আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়া কথা বলবো। যেই বিষয়টা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যুক্ত। দেখবেন হাসিনা কীভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুকির মুখে ফেলেছে। বিষয়টা ফেনি নিয়ে। আমি কুকি ন্যাশনাল ফ্রন্ট নিয়ে ভিডিওতে বলেছিলাম আমাদের ভৌগোলিক উইক পয়েন্ট হচ্ছে ফেনি। এই উইক পয়েন্ট ইন্ডিয়ার চিকেন নেকের চাইতেও নাজুক। আমি এটাও বলেছি ইন্ডিয়া যদি এই ফেনি থেকে চট্টগ্রামকে আলাদা করে দিতে পারে তাহলে সে চিকেন নেকের দুর্বলতাই শুধু কাটাতে পারবে না, সে মুফতে একটা সমুদ্র বন্দর পেয়ে যাবে। এইটা দেশের রাষ্ট্রক্ষমতায় যারা থাকে তাদের বুঝতে হয়। সব রাজনৈতিক নেতৃত্ব বুদ্ধিমান হয়না, আমরা জানি। বেকুব লোকেরাও দেশ চালানোর দায়িত্ব পায়। তারা না বুঝলে দেশের সামরিক বাহিনীকে এটা বুঝতে হয়। সামরিক গোয়েন্দা সংস্থাদের বুঝতে হয়। সেভাবেই তাদের রাজনৈতিক নেতৃত্বকে ব্রিফ করতে হয়। আজকে আমরা দেখবো ফেনি অঞ্চলের ভু রাজনৈতিক গুরুত্বকে কীভাবে খাটো করা হয়েছে এবং ভয়ানক সব কাজ করে বিপদজনক পরিকল্পনা করে দেশের সার্বভৌমত্বকে ঝুকির মুখে ফেলা হয়েছে। Playlist: বাংলাদেশ প্রসঙ্গ - বাংলাদেশ - FOLLOW ME ON: আমার ফেসবুক পেজ - আমার টুইটার হ্যান্ডেল - MY BOOKS: স্বাধীনতা উত্তর বাংলাদেশ - সোনার বাংলার রুপালি কথা বইয়ের ইংরেজি অনুবাদ - স্বাধীনতা উত্তর বাংলাদেশ - স্বাধীনতা উত্তর বাংলাদেশ - প্রথম খণ্
Back to Top