আমি কি আকাশ থেকে অঢেল পানি বর্ষণ করিনি? | সূরা আন-নাবা, আয়াত ১৪-১৬ | Deen Daily

পৃথিবীতে কীভাবে এত পানি আসল, তা বিজ্ঞানীদের কাছে একটি বিরাট রহস্য। কারণ সূর্য থেকে এত কাছের একটি গ্রহের মধ্যে এত পানি কখনই থাকার কথা নয়। পৃথিবী যখন প্রথম তৈরি হচ্ছিল, তখন সেটা পুরোটাই ছিল একটি গলিত লাভার গোলক। যেখানে কোন বায়ুমণ্ডল ছিল না। কোন কঠিন স্তর ছিল না পানি ধরে রাখার জন্য। তখন পৃথিবীর ভিতরে কোন পানি থাকলেও তা বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যাওয়ার কথা ছিল। অথচ আজকে বিশাল সব সমুদ্র এবং ভূগর্ভে বিপুল পরিমাণে পানি রয়েছে। কোনভাবে পৃথিবী অস্বাভাবিক পরিমাণে পানি পেয়েছে এবং বহু প্রতিকূলতার মাঝে তা ধরে রাখতে পেরেছে। এই বিপুল পরিমাণ পানির উৎস কী হতে পারে, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের কোন শেষ নেই। আল কুরআনের তাফসীর সিরিজের আজকের পর্বে থাকছে, সূরা আন নাবার ১৪-১৬ নম্বর আয়াতের তাফসীর। #DeenDaily
Back to Top