চীনা দূতের ঢাকায় গোপন সফর। আন্দোলন দমনের কৌশল শেখাচ্ছেন? #monir_haidar #bangladesh_election

চীন প্রেসিডেন্টের বিশেষ দূত দেং সিজুন অতি গোপনে তিনদিনের সফর শেষ করে ঢাকা ছেড়েছেন। তাঁর এই সফরের ব্যাপারে বাংলাদেশ সরকার, চীনা সরকার বা চীনা দূতাবাসের তরফ থেকে কিছুই বলা হয়নি। পররাষ্ট্র মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেছেন বেশ গোপনে। এসব বৈঠকের ব্যাপারে কোনও কিছু বলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। আর কার কার সঙ্গে দেখা করেছেন বা করেননি সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তার এই সফর নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও কৌতুহল।
Back to Top