সুষ্ঠ নির্বাচনে আর ভয় নেই শেখ হাসিনার। জনপ্রিয়তা আকাশচুম্বি!

নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই এই মুহুর্তে দেশের মানুষের প্রধান দাবি এবং আকাঙ্খা। কিন্তু ক্ষমতাসীনরা জনগণের এই দাবি বা আকাঙ্খাকে ক্রমাগত উপেক্ষা করে চলেছে এক ধরণের ভীঁতি এবং আতঙ্কের কারণে; সুষ্ঠু নির্বাচন হলেই তাদের ব্যাপক ভরাডুবি হবে। এ অবস্থায় তাদের এই ভীঁতি কাটানোর একটা উপায় খুব দরকার ছিল। সম্ভাবত এটা বুঝতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির এই সহযোগী সংস্থাটির ঢাকা অফিস স্থানীয় একটি প্রতিষ্ঠান (যেটি মূলত আওয়ামী লীগের শুভাকাঙ্খীদের দ্বারা পরিচালিত); ইনোভেটিভ সার্ভিসেস অ্যান্ড কনসালট্যান্সি লিঃ এর মাধ্যমে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করে। দু’দিন আগে প্রকাশিত এই জরিপ রিপোর্ট ক্ষমতাসীনদের আতঙ্কা কাটাতে দারুন কাজ করতে পারে! কারণ, এতে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েই চলেছে এবং বর্তমানে দেশের ৭৩ শতাংশ মানুষ তাকে সমর্থন করে! যদিও ৫৪ শতাংশ মানুষ আবার বলেছেন যে, দেশ ভুলপথে পরিচালিত হচ্ছে। অদ্ভুত এই জরিপে পরষ্পর-বিরোধী দুটো ফলাফল আসলেও এই জরিপ রিপোর্টের ফলে ক্ষমতাসীনদের মধ্যকার ভীঁতি-আতঙ্ক যদি কেটে যায় এবং তারা একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সাহসী হয়ে ওঠে; সেটা এই মুহুর্তে দেশের অস্থিরতা ও অনিশ্চয়তা কাটাতে অনেকখানি সাহায্য করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, আইআরআই নামের প্রতিষ্ঠানটি গত ১৫ বছরে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে মোট ৭টি জরিপ পরিচালনা করেছে এবং সবগুলো জরিপ রিপোর্টেই দেখানে হয়েছিল যে, শেখ
Back to Top